সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২০
সোশ্যাল মিডিয়া রিপোর্ট :: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে গরু চুরির অপবাধ দুই নারীকে বেঁধে নির্যাতন করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল জনসম্মুখে। সেই চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বিভিন্ন লোক বিভিন্ন রকমের পোষ্ট করছেন। অনেকে বলছে বৃদ্ধার মেয়েকে বিয়ে করতে না পারায় পরিকল্পিত ভাবে তাদের উপর গরু চোরির অপবাদ দেয়া হয়েছে।
স্থানীয় এক সাংবাদিক রেদয়ানুল করিম এই ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, সেটা যে অপরাধই হোক না কেন কোন অপরাধীকে(যদিও অপরাধ প্রমানিত হয়েছে কিনা সে ব্যাপারে আমি জ্ঞাত নই) এভাবে জনসম্মুখে সম্মানহানি করার কোন সুযোগ আছে কিনা?
কোন ধরণের সমাজব্যবস্থায় আমাদের বসবাস?কেউ অপরাধ করলে সেটার বিচার করার জন্য আইন-আদালত আছে।কিন্তু তারপরেও এসব কোন ধরণের আইনের অবমাননা? দুজন মহিলাকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে তাও আপত্তিকর অবস্থায় এবং জনসম্মুখে। আমি অত্র এলাকার সম্মানিত জনপ্রতিনিধি এবং প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি।এই অমানবিক ঘটনার আসল রহস্য খতিয়ে দেখা হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।য়ার করে প্রশাসনের নজরে আনার চেষ্টা করুন
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd