সিলেটের হরিপুর গ্যাস ফিল্ডে কোটি টাকার নিয়োগ বানিজ্য

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

সিলেটের হরিপুর গ্যাস ফিল্ডে কোটি টাকার নিয়োগ বানিজ্য

ক্রাইম সিলেট ডেস্ক : যুগের পর যুগ দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল গোপনে কেড়ে নিয়েছে শাসক দল। করেছে কোটি টাকার নিয়োগ বানিজ্য। পেট্রো বাংলার অধীন সিলেটের হরিপুরে ঘটে গেছে নিয়োগ বানিজ্যে এ লুকোচুরি।

পেট্রৌ বাংলা পরিচালিত হরিপুর গ্যাস ফিল্ড্ই দেশের সর্ববৃহ্ৎ গ্যাস ও জ্বালানি তেল উৎপাদন ক্ষেত্র। এই গ্যাসফিল্ডের আগুনেই একদা পুড়ে ছাই হয়ে গিয়েছিল জৈন্তার বিস্তীর্ন জনপদ। তাই হরিপুর গ্যাস ফিল্ডে স্থানীয় জনবল নিয়োগ আন্দোলন চলে আসছিল যুগ যুগ ধরে। আন্দোলনের প্রেক্ষিতে এ বছর তৃতীয় শ্রণির বিভিন্ন পদে খন্ডকালীন লোকবল নিয়োগের সিদ্ধান্ত নেয় গ্যাস ফিল্ড কর্তপক্ষ।

দারোয়ান বাবুর্চি ও অফিস সহকারি পদে ৩৬ জনকে খন্ডকালীন নিয়োগ দেওয়া হয়। গত ২২ ও ২৩ আগস্ট এই দুই দিনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু এর আগে দৃশ্যমান কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কেউই জানতে পারেনি লোকবল নিয়োগের বিষয়টি।

সম্পূর্ণ গোপনে চাকুরির পদগুলো ভাগ করে নেয় সিলেটের জৈন্তাপূর উপজলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ। শাসক দলের দাপট দেখিয়ে উপজেলা আওয়ামী সভাপতি কামাল ও সাধারণ সম্পাদক লিয়াকত লিলা, ছাত্রলীগের জহির রায়হান প্রমূখ নেতারা পদগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেন। পরে মোটা অংকের টাকা নিয়োগ বানিজ্য করেন। ২২ ও ২৩ আগস্ট এই দুই দিনে জৈন্তাপুর উপজেলা থেকে শাসকদলের মনোনীথ ৩৬ জন লোকজনকে বিভিন্ন পদে খন্ডকালীন চাকরি দেওয়া হয়। প্রত্যেক প্রার্থীর কাছ থেকে আদায় করা হয় ঘুষ বাবদ লাখ লাখ টাকা।

এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার শ্রমিক-জনতার মধ্য ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় সংগঠনগুলোর পক্ষ থেকে এ অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী ঘোষনা প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে হরিপুর গ্যাসফিল্ডের এমডি নুরুল্লাহ ও সিবিএ প্রধান প্রদীপ বাবুর কাছে সন্ধ্যায় ফোন দিলে তারা সাংবাদিকের ফোন রিসিভ করেন নি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..