সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন স্বজনরা। এ সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন তারা। রবিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ফতুল্লার পাগলার গ্রীন ডেলটা হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিক্ষোভ শুরু করেন মৃতের স্বজনরা।
মৃত স্কুলছাত্রী আয়েশা আক্তার আলফি (১৪) পাগলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে ফতুল্লার দক্ষিণ নয়ামাটি এলাকার শাহাদাৎ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের মেয়ে।
জানা যায়, চারদিন আগে (২০ আগস্ট) বাড়ির ছাদে সমবয়সীদের সাথে খেলার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। যার ফলে ব্যাথা অনুভব করলে স্থানীয় পাগলা বাজার কামালপুরে অবস্থিত গ্রীন ডেলটা ক্লিনিকে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কতৃপক্ষ জানায়, পায়ের হাড় ভেঙ্গে গেছে এবং অপারেশন করাতে হবে। আলফির অভিভাবক এখানে অপারেশন করাতে অনিচ্ছা প্রকাশ করলেও, তারা আস্থা দেয় তারা এটা সম্পন্ন করতে পারবে। ততক্ষন পর্যন্ত আলফি স্বাভাবিক ছিলো। পরবর্তীতে অপারেশনের জন্য তাকে অজ্ঞান করার জন্য Anthesia ইনজেকশন পুশ করা হয় ভুল জায়গায়। যার ফলে কার্যকারিতা না পাওয়ায় তারা আবারো ইনজেকশন পুশ করে এবং ওভার ডোজের কারণে একপর্যায়ে কোমায় চলে যেতে থাকে আলভী। মূহুর্তের মধ্যেই নিস্তেজ হয়ে যায় আলভীর পুরো শরীর। অবস্থা বেগতিক দেখে গ্রীন ডেলটা কতৃপক্ষ জানায় আলফির আইসিইউ সাপোর্ট লাগবে। যা তাদের এখানে না থাকায়, তারা তাদের অন্য শাখা ধোলাইপাড় ডেলটা হাসপাতালে (যাত্রাবাড়ী শাখা) নিয়ে যায় এবং দীর্ঘ ৩ দিন মৃত্যুর সাথে লড়াই করার পর আজ (২৩ আগস্ট) সকালে আইসিইউ রুমে আলফির বড় ভাই হাসিবুল হাসান শান্ত (২২) প্রবেশ করে দেখতে পায় যে ইতিমধ্যে আলফির সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে এবং পালস বন্ধ হয়ে যাওয়াতে নিশ্চিত হন তার বোন আর নেই। ডাক্তারদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় আলফির পরিবার অপেক্ষায় থাকে এবং একপর্যায়ে তাদের পক্ষ থেকে মৃত্যুর খবর আসে।
আলফির বাবা মিজানুর রহমান বলেন, হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় আমার মেয়েকে হারিয়েছি। আমার বুকটা খালি হয়ে গেল। আমি মেয়ে হত্যার বিচার চাই। এই হাসপাতাল বন্ধ করে দিতে হবে; যাতে ভুল চিকিৎসায় আর কোনো মা-বাবার বুক খালি না হয়।
হাসপাতালের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনাস্থলে আসেন। পরে তিনি সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্বজনরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, মৃতের স্বজনরা সড়ক অবরোধ করেছিল। তাদের বিচারের আশ্বাস দেয়ায় অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd