সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে জাতীয় শােক দিবস পালন না করা খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো: দিলোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপাের্ট প্রকাশ করতে নারাজ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কাজী মহুয়া মমতাজ।
১৫ আগস্ট সরকারের নির্দেশনা অনুযায়ী সদর উপেজলার সবকিট ইউনিয়নে শােক দিবসের কর্মসূচি পালন হলেও এই ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা হওয়ায় তিনি সরকারের সিদ্ধান্তের প্রতি ধৃষ্টতা দেখান। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে ১৭ আগস্টে ইউনিয়ন পরিষদে কয়েকটি বৃক্ষরােপন করে তা শােক দিবসের কমূসূচি বলে উপজেলা প্রশাসনে জমা দেন।
এরপর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মেম্বার ও প্রত্যক্ষদর্শী জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন তো দূরের কথা, কোনো বৃক্ষরোপন কর্মসূচিও হয়নি।
এ বিষয়ে গত ১৭ আগস্ট জানতে চাইলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেছিলেন, চেয়ারম্যান সাহেব ১৫ আগস্টে তেমন কিছু করতে পারেননি বলে জানিয়েছেন। তিনি শুধু বৃক্ষরোপন করেছেন বলে আমাদের কাছে ছবি দিয়েছেন। তবে এই বৃক্ষরোপন ১৫ আগস্টের নয় এবং ওইদিনের কোনো ব্যানারও নেই বলে মেম্বাররা তথ্য দিয়েছেন, যা এ প্রতিবেদকের কাছে অডিও রেকর্ড রয়েছে। এরপর ইউএনও বলেন,তাহলে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। এরপরই তিনি এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্য সিলেট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান রােববার ইউএনও’র কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ইউএনও কাজী মহুয়া মমতাজ বলেন, সেটা আমি আপনাকে বলতে যাবাে কেন? তদন্তে কি পেয়েছেন অর্থাৎ অভিযােগ সত্য না মিথ্যা সেটা সাংবাদিক হিসেবে জানার অধিকার আছে-প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘আমি তা বলাবাে না। প্রতিবেদন উপরে পাঠিয়ে দেবাে। পরে ইউএনও’র এই বক্তব্যর বিষয়টি জেলা প্রশাসক (ডিসি)কে অবগত করা হয়েছে।
এর আগে জাতীয় শোক দিবসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত ও স্থানীয় সরকারর প্রতিটি প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের সরকারি নির্দেশনা ছিল। সেই নির্দেশনা মোতাবেক সিলেট সদরের ৮ টি ইউনিয়ন পরিষদের ৭ টিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হলেও এই ইউপি চেয়ারম্যান বিএনপি পন্থি হওয়ায় সরকারি এই নির্দেশনা অমান্যের ধৃষ্টতা দেখিয়েছেন।
এ নিয়ে গত ১৭ আগস্ট ‘সিলেটে জাতীয় শোক দিবস পালন করেনি খাদিমনগর ইউপি চেয়ারম্যান’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল। এরপরও শেষ পর্যন্ত তিনি উপজেলা প্রশাসনের মিথ্যে তথ্য দিয়ে বৃক্ষরোপনের ছবি জমা দিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd