কানাইঘাটে সৌদি প্রবাসীর ২ লক্ষ টাকা আত্মসাত: দুই প্রতারকের সাজা

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

কানাইঘাটে সৌদি প্রবাসীর ২ লক্ষ টাকা আত্মসাত: দুই প্রতারকের সাজা

স্টাফ রিপোর্টার :: কানাইঘাটের বীরদল গ্রামের সৌদি প্রবাসী আব্দুস শুকুর এর ২ লক্ষ টাকা আত্মসাতকারী ২ আসামীর ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত।

আজ সোমবার (২৪ আগষ্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের বিচারক অঞ্জন কান্দি দাস এ রায় প্রদান করেন। রায়ের পর আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, বীরদল ছোটফৌদ গ্রামের মৃত মাহমুদুর রহমানের পুত্র ও ফাতেমা এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী হোসেন আহমদ (৫০) ও নিজ চাউরা গ্রামের মৃত আব্দুল ওহাবের পুত্র শামসুদ্দিন ওরফে বাবুল (৫৩)।
এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সিলেট ল’ কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদ ও সিনিয়র এডভোকেট মো. আব্দুল আলী। এছাড়া সাথে ছিলেন এডভোকেট আনোয়ার হোসেন।
আদালতে মামলা নং-কানাইঘাট সিআর ৩৫২/২০১৮।

জানা যায়, ব্যবসায়ের কথা বলে সৌদি প্রবাসী মামলার বাদী আব্দুস শুকুরের কাছ থেকে ২০১১ সালের ২৭ ফেব্র“য়ারি ১ লক্ষ টাকা নেন মামলার প্রথম আসামী হোসেন আহমদ। এর আগে ১৩ জানুয়ারি ১ লক্ষ টাকা মামলার ২য় আসামী শামসুদ্দিন উরফে। ব্যবসার কথা বলে টাকা নিলেও তারা মূলত প্রতারণা করতে টাকা নিয়েছিল। তাই বারবার টাকা ফেরত চাইলেও তারা কালক্ষেপন করেন। এক পর্যায়ে ৩০ অক্টোবর গ্রামের সালিশ বৈঠকে তারা টাকা নেননি বলে দাবি জানান। এ ঘটনায় যাবতীয় প্রমাণাদি নিয়ে আদালতের স্মরণাপন্ন হন ভুক্তভোগী আব্দুশ শুকুর। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে মামলা দায়ের করেন ২০১৮ সালের ১৩ নভেম্বর। আজ ওই মামলায় রায় প্রদান করেন আদালত। রায়ে দুই প্রতারকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..