বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এমপি মোকাব্বির খানের উপর হামলা মামলায় দবির মিয়া নামের একজনের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে ৩নং আসামী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানী শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের শুনানীতে অংশগ্রহণ নেন অ্যাডভোকেট আনসার খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেল, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট মোস্তফা শাহীন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রহমান সেলিম, অ্যাডভোকেট কানাই লাল দাশ।
Sharing is caring!