খাটের নিচে মিলল ভাই-বোনের লাশ

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

খাটের নিচে মিলল ভাই-বোনের লাশ

ক্রাইম সিলেট ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাড়ির খাটের নিচ থেকে কামরুল ইসলাম ও সিফা আক্তার নামে দুই ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ছলিমাবাদ গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। কামরুল ও সিফা ওই গ্রামের কামাল উদ্দিনের সন্তান।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, ওই দুই ভাই-বোন নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মিলছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের ভেতর খাটের নিচে লাশ দুটি দেখে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি সালাউদ্দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..