সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত, বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আজ এক শোক বার্তায় বলেন, “চিত্ত রঞ্জন দত্ত একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বিচক্ষণতার সাথে 4নং সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের কারণে তিনি ‘বীরোত্তম’ খেতাবে ভূষিত হয়েছেন। তিনি অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস এর প্রথম মহাপরিচালক, বিআরটিসি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যন হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদানের জন্য বাংলাদেশের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
মন্ত্রী প্রয়াতের আত্মার শাক্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্য ও তাঁর আত্মীয়, বন্ধু-বান্ধবদের প্রতি গভীর সমবেদনা জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd