সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট সুরমা নদীর ভাঙ্গন কবলিত এলাকা থেকে দীর্ঘদিন থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। জানা যায়, কানাইঘাট পৌরসভার ডালাইচর পূর্ব পাশের্^ শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। স্টেডিয়ামের মাঠ ভরাটের জন্য বালু উত্তোলনের কারনে প্রশাসন নীরব ভূমিকা পালন করার সুযোগ কাজে লাগিয়ে অসাধু এ সিন্ডিকেট চক্র অবৈধ বালু উত্তোলনে বেপরোয়া হয়ে উঠেছে। তারা স্টেডিয়ামের মাঠ ভরাটের নাম করে পৌর শহরের বিভিন্ন বাসা বাড়ি সহ বিভিন্ন স্থানে হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে।
একটি সূত্র জানায়, রাতে বলগেট, বাল্কহেড জাহাজে কানাইঘাট সুরমা নদীর ভাঙ্গন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন করে গোলাপগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় বালু পাচার করা হচ্ছে। প্রশাসনের নীরব ভূমিকা দেখে আতংকের মধ্যে রয়েছেন ভাঙ্গন কবলিত এলাকার লোকজন। বিশেষ করে কানাইঘাট পূর্ব বাজার হইতে দক্ষিণ বাজার পর্যন্ত নদীর তীরবর্তী হওয়ায় যে কোন সময় ভাঙ্গনের কবলে পড়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে অনেক ব্যবসায়ীরা জানিয়েছেন। দ্রুত এ বালু উত্তোলন চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কানাইঘাট উপজেলার নদী ভাঙ্গন এলাকা সহ বাজার এলাকায় বড় ধরনের ভাঙ্গন দেখা দিতে পারে। এলাকাবাসী স্থানীয় প্রশাসনের প্রতি অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
অপরদিকে সুরমা নদীর ভাঙ্গন কবলিত এলাকাবাসীর পক্ষে চাপনগর ভাড়ারিমাটি গ্রামের অ্যাডভোকেট আব্দুল খালিক ও মারুফুজ্জামান মারুফ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানকে বালু উত্তোলনের লীজের কোন বৈধতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অফিসে গিয়ে দেখে বলতে হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd