সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা বিদেশে যেতে চান, তারা যেন অবশ্যই সঠিক নিয়ম-কানুন ও যাবতীয় তথ্য জেনে বিদেশে যান। সঠিক নিয়ম জানা থাকলে তারা প্রতারিত হবেন না।’
মঙ্গলবার (২৫ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতি উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার জন দক্ষ তরুণ-তরুণীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শামছুল আলম প্রমুখ। সেমিনারে খুলনা বিভাগীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন।
সেমিনারে মন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে বিদেশ গমনেচ্ছুদের নিবন্ধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকার প্রবাসী কর্মীদের কল্যাণ ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনগণকে সঠিকভাবে সচেতন করা না হলে সুষ্ঠু অভিবাসনের লক্ষ্য ব্যাহত হবে। দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে অচিরেই খুলনা বিভাগে ৯টিসহ মোট ৭১টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd