সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর গোয়াবাড়ি এলাকায় একটি টিলা কাটার ঘটনায় শহরজুড়ে তোলপাড় চলছে। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) খননযন্ত্র ব্যবহার করে এই টিলাটি কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
টিলা কাটার খবর পেয়ে পরিবেশ অধিদফতরের একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে সিসিকের তিন চালককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে।
জানা গেছে, সম্প্রতি সিটি কর্পোরেশনের গোয়াবাড়ি-করেরপাড়া এলাকার কালীবাড়ির ছড়ায় দেড় কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শেষে এই ওয়াকওয়ের কিছু অংশ ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। এর পর থেকে চা বাগানের পাশের এই ওয়াকওয়েতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছেন।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করলে তারা অভিযোগ করেন, স্থানীয় কাউন্সিলর ইলিয়াসুর রহমানের তত্ত্বাবধানে সিটি কর্পোরেশনের খননযন্ত্র ও যানবাহন ব্যবহার করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন সাংবাদিকদের বলেন, টিলা কাটার খবর পেয়ে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে যাদের পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে নোটিশ করা হয়েছে। এ কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে টিলা কাটার ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াসুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, টিলা কাটার অভিযোগ সত্য নয়, এখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তা নির্মাণের কাজে সিটি কর্পোরেশনের যন্ত্রাংশ ব্যবহার হয়েছে। এর বেশি তিনি কিছুই জানেন না বলে তার দাবি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd