তাহিরপুরে পটেটো-সিঙ্গারা খাইয়ে শিশুকে ধর্ষণ, তিন সন্তানের জনক আটক

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

তাহিরপুরে পটেটো-সিঙ্গারা খাইয়ে শিশুকে ধর্ষণ, তিন সন্তানের জনক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পটেটো আর সিংঙ্গারা খাইয়ে ৮ বছরের শিশুকে ধর্ষন করার অভিযোগ উঠেছে তিন সন্তানের জনকের বিরুদ্ধে।ধর্ষণের শিকার শিশু উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় গ্রামের মৃত তুতা মিয়ার মেয়ে। অভিযুক্ত জহিরুল মিয়া (৩৫) একই গ্রামের হাসেন আলীর ছেলে। তার স্ত্রী প্রবাসী ২ ছেলে এক মেয়ে রয়েছে। এ ঘটনাটি ঘটে কোরবানী ঈদের পূর্বে উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় গ্রামে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তাহিরপুর থানায় মামলা করার পর বুধবার বিশ্বম্ভরপুর উপজেলার গামাই তলা থেকে জহিরুলকে আটক করে পুলিশ।

শিশুটির পরিবার ও তাহিরপুর থানা সুত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় গ্রামের মৃত তুতা মিয়ার ২ মেয়ে ২ ছেলের মধ্যে ধর্ষনের শিকার শিশুটি সবার ছোট। অভিযুক্ত জহিরুলের বাড়ি শিশুটির বাড়ির পাশেই। জহিরুলের পরিারের স্বচ্ছলতার জন্য তার স্ত্রী কাজের সন্ধানে প্রবাসে থাকেন। তাদের ২ ছেলে ও এক মেয়ে রয়েছে। গত কোরবানী ঈদের আগে ধর্ষণের শিকার শিশুটিকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে পটেটো আর সিঙ্গারা খাইয়ে ২ বার ও এর আগে একবার ধর্ষন করে জহিরুল। সম্প্রতি শিশুটি তার শরীলে ও গোপনাঙ্গে ব্যাথা অনুভব হলে তার খেলার সাথীদের জানায় বিষয়টি। এ কথাগুলো শিশুর মায়ের কানে পৌছালে গত ১৬ই আগস্ট শিশুর মা কৌশলে জানতে চাইলে তার মাৎ কাছে জানায় জহিরুল তার সঙ্গে তিন দিন সিঙ্গারা ও পটেটোর খাইয়ে শারীরিক সম্পর্ক করেছে। আর এই বিষয়টি কাউকে বললে তাকে পটেটো আর সিঙ্গারা দিবে না। আর তাকে মেরে ফেলার হুমকিও দেয়। এই ভয়ে শিশুটি কাউকে কিছু না বলে এসব কথা গোপন রাখে।

এসব বিষয় শিশুর মা জানার পর নিজ পরিবারের সদস্যদের কাছে জানান তিনি। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানালে একটি পক্ষ বিচার সালিশে সমাধানের জন্য চেষ্টা করে। কিন্তু শিশুর মা কারো কথা না শুনে আইনের মাধ্যমে বিচার পেতে বাদী হয়ে গত ২৫ আগষ্ট রাতে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরদিন বুধবার অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার গামাই তলা থেকে জহিরুলকে করে তাহিরপুর পুলিশ।

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, শিশু ধর্ষনরে ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। অভিযুক্ত জহিরুলকে আটক করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..