সিলেটে পলিথিন কারখানা সিলগালা, কোটি টাকার মালামাল জব্দ

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

সিলেটে পলিথিন কারখানা সিলগালা, কোটি টাকার মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার : সিলেটে একটি পলিথিন তৈরীর কারখানা সিলগালা করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান জব্দ করা হয়েছে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার পলিথিন। বুধবার রাত ৯টায় র‌্যাব-৯ ও সিলেটের জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দক্ষিণ সুরমায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পলিথিন তৈরীর ৭টি মেশিন, ১ হাজার ১২৫ কেজি পলিথিন ও ৮৭ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। পাশাপাশি কারখানার সাথে সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে রেজাউল ইসলামকে ২০ হাজার, মাসুদ রানাকে ১৫ হাজারসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান, মিডিয়া অফিসার এএসপি ওবাইন ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্টেট মো. জাহাঙ্গীর আলমের সমন্বয়ে সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দলের র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..