ছাতকে আবুল কালাম হত্যাকারিদের ফাঁসির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

ছাতকে আবুল কালাম হত্যাকারিদের ফাঁসির দাবীতে মানববন্ধন
ছাতক প্রতিনিধি :: ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম হত্যাকান্ডের প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বেলা ৩টায় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর-লামা রসুলগঞ্জ সড়কের পীরপুরবাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দেশবন্ধু শিক্ষা কল্যাণ ট্রাষ্ট, বন্ধুমহল ও এলাকাবাসীর পৃথক ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস সহিদ মুহিত।
স্থানীয় ইকবাল হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আরজ আলী, সুন্দর আলী বুলবুল, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবদুল গফুর, টি এম রায়হান, তাহের আহমদ চৌধুরী, সদরুল আমীন সোহান, জুবের আহমদ, আজাদুল ইসলাম, মখলিছুর রহমান, মুফতি মাওলানা এখলাসুর রহমান সিদ্দিকী, ইউপি সদস্য আনোয়ার আলী ও রাজন আহমদ, সাবেক মেম্বার শহিদ আহমদ, শায়েস্তা হোসেন, পলাশ, আমিরুল, সাজ্জাদুর রহমান, সুমেল আহমদ, অশরাফ আহমদ, আনোয়ার প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ কয়েকশতাধিক লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা আবুল কালাম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..