ওসমানী হাসপাতালে আনসারদের দাপট, ছাত্রলীগ কর্মীকে মারধর

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

ওসমানী হাসপাতালে আনসারদের দাপট, ছাত্রলীগ কর্মীকে মারধর

স্টাফ রিপোর্টার :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুহেল রানা (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে মারধোর করেছেন আনসার সদস্যরা। আহত সুহেল রানা সিলেট নগরীর শামীমাবাদ এলাকার চাঁন মিয়ার ছেলে। শুক্রবার রাত ১০ টার দিকে ওসমানী মেডিকেলে চতুর্থ তলার ৫ নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুকে ব্যাথা নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি হন সোহেল। রাত ১০টার দিকে সুহেল বাথরুমের দরজা খুলে সাহায্য করার জন্য এক আনসার সদস্যকে অনুরোধ করেন। এসময় আনসার সদস্য তাকে গালিগালাজ শুরু করেন। এতে ছাত্রলীগ কর্মী প্রতিবাদ করলে আনসার সদস্য হাতে থাকা লাটি দিয়ে তাকে মারধোর করেন।

এরপর চিকিৎসক-নার্সরা মিলে উভয় পক্ষকে শান্ত করেন। পরে আনসার সদস্যরা আবারও মিলিত হয়ে ওয়ার্ডে প্রবেশ করে সুহেলকে মারধোর করেন। এসময় পুলিশ, চিকিৎসক এসে উভয়পক্ষকে শান্ত করে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..