সিলেট ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রামে ৩য় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চান্দগ্রাম যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
বৃহস্পতিবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউদিয়া গ্রুপের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ওয়াহিদ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ধারভাষ্যকার ইকবাল আহমদ, আমজাদ হোসেন পাপলু, নোমান আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় বাগলা স্পোর্টিং ক্লাব গোলাপগঞ্জ ৩-০ গোলে জলঢুপ স্পোর্টস একাডেমি বিয়ানীবাজারকে হারিয়ে জয়লাভ করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd