সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সড়ক দুর্ঘটনায় পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানিজা হায়দার (১৯) নিহতের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে পামেক শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে পাবনা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের গোলচত্বরে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য দেন পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অদ্বিতীয় দে, মাহফুজ নয়ন, ইউনুস আলীসহ অন্যরা।
তারা তানিজার ঘাতক জড়িত ইজিবাইক ও ট্রাকচালককে গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান। পরে ৬ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসককে প্রদান করে শিক্ষার্থীরা।
গত ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনের দিন বিকালে বন্ধুর মোটরসাইকেলে ঘুরছিলেন পাবনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের (৯ম ব্যাচ) এর মেধাবী ছাত্রী তানিজা হায়দার (১৯)। সন্ধ্যা ৬টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি ইজিবাইক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তানিজা ছিটকে পড়েন।
এ সময় ক্রিসেন্ট সিমেন্টের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় তার বন্ধু ইমরান চৌধুরী অর্ক।
নিহত তানিজা হায়দার রাজশাহী জেলার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার শাম্মাক হায়দারের মেয়ে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd