সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: গত বৃহস্পতিবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার কালিনগর আগফৌদ গ্রামে স্ত্রী ফাতিমা বেগমকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত তার স্বামী মরম আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।
গত রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায় মরম আলীকে সিলেটের কানাইঘাট আমল গ্রহনকারী আদালতে হাজির করলে বিজ্ঞ আদালতে স্ত্রী ফাতিমা বেগমের সাথে সাংসারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ বসত ঘরে মাথায় ও চোখে টর্চলাইট দিয়ে উপর্যপুরী আঘাত করে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় বলে জানায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সনজিত কুমার রায় জানান, বিজ্ঞ আদালতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে মরম আলী স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। পরে তাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরন করেন। প্রসঙ্গত যে, স্ত্রী ফাতিমা বেগমকে হত্যা করার পর মরম আলী পালিয়ে যায়।
গত শনিবার র্যাব-৯ এর একটি টিম তাকে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কাকুড়া এলাকা থেকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd