কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জে টুকের বাজারে নবীন রেস্টুরেন্টের সামনে থেকে গত শুক্রবার রাত ১০ টায় ৬ বোতল অফিসার চয়েজ মদসহ সেলিম মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। তিনি টুকেরগাঁওয়ের মৃত হবি মিয়ার ছেলে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ নাথ জানান, মাদক ব্যবসায়ী সেলিকে এসআই শাহ আলম মিয়া ও এসআই তরিকুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি ।