সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং-এ ফটোগ্রাফার উজ্জল (১৩) খুনের ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় ঘটনার তিন ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত পর্যটকবেশী দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ থানার ধরমপুর (শান্তিগঞ্জ) গ্রামের সৈয়দ নুর এর ছেলে এহসান (১৯) এবং একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে খসরু মিয়া (১৯)। পাশাপাশি ঘটনার সহায়তাকারী হিসেবে দুইজন কে গ্রেফতার করেছে তারা হল সিলেটের বিয়ানীবাজার থানার নোয়াবাড়ি গ্রামের নুর মিয়ার ছেলে রায়হান আহমদ (২২) এবং একই থানার খাসির সড়ক ভাগনী এলাকার আলী নুরের ছেলে অলিউর রহমান (১৯)।
জানা যায় আজ রবিবার দুপুর ২ ঘটিকার সময় জাফলং জিরো পয়েন্ট থেকে গ্রেফতারকৃত এহসান ও সুরুজ ছবি তুলার চুক্তি করে ফটোগ্রাফার উজ্জল কে পার্শ্ববর্তী মায়াবী ঝর্না নামক স্থানে নিয়ে যায়। পরে আনুমানিক দুপুর আড়াই ঘটিকার সময় সুযোগ বুঝে উজ্জলকে এলোপাতারী ছিরিকাঘাত করে তার ডিএসএলআর ক্যামেরা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।
গুরতর আহত অবস্থায় উজ্জল কে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। মর্মান্তিক এ ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের নেতৃত্বে গোয়াইনঘাট থানা পুলিশের একাদিক টিম জাফলং এলাকায় আসামী গ্রেফতারে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় সন্ধা সাড়ে ছয় ঘটিকার সময় জাফলং-তামাবিল সড়কের গুচ্ছ গ্রাম এলাকা থেকে ট্রাকে করে পালানো অবস্থায় আসামী এহসান ও সুরুজ মিয়া কে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ। পাশাপাশি ঘটনার সহায়তাকারী হিসেবে ট্রাক চালক ও হেলপার রায়হান এবং অলিউর কে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের হেফাজত থেকে ভিকটিমের ডিএসএলআর ক্যামেরা সহ মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, জাফলংয়ে একজন ফটোগ্রাফার কে নৃশংসভাবে খুন করার অভিযোগে ঘটনার অল্প সময়ের মধ্যেই প্রধান অভিযুক্ত দুইজন সহ চারজন কে গ্রেফতার করা হয়েছে। মামলার সুষ্ট তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd