সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ ও আব্দুল মালিক, সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সুভাস দাস, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, মো. আলী হোসেন, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, সদস্য মনসুুুর আলম প্রমুখ।
সভায় গোয়াইনঘাটের নবাগত ইউএনও তাহমিলুর রহমান বলেন, সীমান্ত জনপদ গোয়াইনঘাটে আমি আমার কর্মকালীন সময়ে এই উপজেলার মাটি ও মানুষের সাথে মিলে মিশে কাজ করে যেতে চাই। দায়িত্ব পালনকালীন সময়ে গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর সাংবাদিকরা জাতির দর্পন হিসেবে দেশের বাস্তব চিত্র সমাজের কাছে তুলে ধরেন।
তিনি বলেন, আমি জেনেছি গোয়াইনঘাটের সংবাদকর্মীরা অত্যন্ত ভালো, তারা সব-সময় প্রশাসনকে সকল কাজে সহযোগিতা করে আসছেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন এবং প্রশাসনের সবধরনের সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়। দায়িত্ব পালনকালে সরকারের নির্বাহী আদেশ মেনে আইন অনুযায়ী সব ধরনের কাজ করব, এর কোন ব্যত্যয় হবে না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd