সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৭
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখামুখি সংঘর্ষে তামলিমন বারেহ নামের এক খাসিয়া তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ নভেম্বর রাত ১০টার দিকে বড়লেখা-মৌলভীবাজার মহাসড়কের চান্দগ্রাম বাজারে এ দর্ঘটনা ঘটে। নিহত তামলিমন বড়লেখা উপজেলার বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির অরুন বারেহ’র মেয়ে ও শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী। এ ঘটনায় বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়লেখা থানার বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির খাসিয়া তরুনী তামলিমন বারেহ শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী ছিলেন। একই স্কুলের ছাত্র দেউল গ্রামের মো: আব্দুল খালিকের পুত্র মোঃ আমিনুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তামলিমন খাসিয়া ও খ্রিষ্ট ধর্মবলম্বী হওয়ায় আমিনুল ইসলামের পরিবার তা মেনে নেয়নি। স্থানীয় মুসিলম সম্প্রদায়ও এর ঘোর বিরোধিতা করে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কোন উপায় না দেখে গত ১৯ নভেম্বর তামলিমনকে নিয়ে মোঃ আমিনুল ইসলাম পালিয়ে যান। উদ্দেশ্য ছিল সিলেট শহরে যাওয়ার। কিন্তু পথিমধ্যে বড়লেখা-মৌলভীবাজার মহাসড়কের চান্দগ্রাম বাজারের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। গুরুতর আহত তামলিমনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত তামলিমন বারেহ’র পরিবার দাবী তমিলমনকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করেছেন মোঃ আমিনুল ইসলাম। এ ঘটনায় নিহতের বাবা অরুন বারেহ বাদী হয়ে গতকাল বড়লেখা থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীরা হলেন, মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দেউল গ্রামের মোঃ আব্দুল খালিকের পুত্র মোঃ আমিনুল ইসলাম (২৫), একই গ্রামের মোঃ খলিল আহমদের পুত্র মোঃ সুলতান নূর (৩১), কুমারশাইল গ্রামের আমান উদ্দিনের পুত্র মইন উদ্দিন (২৪)।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের ধরতে পারলে জিজ্ঞাসাবাদে ঘটনার আসল তথ্য বেরিয়ে আসবে। আসামীদের ধরতে পুলিশী অভিযান অভ্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd