সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে ইসলাম ধর্মের অপব্যাখ্যাকারীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নবী করিম (সা.) কখনো ছবি ওঠাননি, আপনারা কেন ছবি ওঠান?
মাহবুব-উল-আলম হানিফ বলেন, এরা (ধর্মের অপব্যাখাকারীরা) কথায় কথায় হাদিসের দোহাই দেয়, নবী করিম (সা.) এটা করেননি, ওটা করেননি। নবী করিম (সা.) কখনো ছবি ওঠাননি, আপনারা কেন ছবি ওঠান? নবী (সা.) কোনোদিন প্লেনে ওঠেননি, আপনারা কেন ওঠেন? উনি তো গাড়িতে ওঠেননি, আপনারা কেন গাড়িতে ওঠেন? ইসলাম কখনোই এ কথা বলেনি। ইসলাম হচ্ছে সবচেয়ে সেরা ও যুগোপযোগী ধর্ম।’
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট- শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।
তিনি বলেন, ‘আজকে যারা আমরা মুসলমান দাবি করছি, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রাব্বুল আলামিন। তাহলে হিন্দু ধর্মের যারা তাদেরকে কে সৃষ্টি করেছে? খ্রিস্টান ধর্মের যারা তাদেরকে কে সৃষ্টি করেছে? বৌদ্ধ ধর্মের যারা মানুষ, তাদেরকে কে সৃষ্টি করেছে? সবই এক আল্লাহ পাক রাব্বুল আলামিন। আমরা যদি মনে করি, আমাদের সৃষ্টি কোরআন অনুযায়ী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরে আমরা কথা বলার কে? কে অধিকার দিয়েছে। আল্লাহ পাকই তো ঠিক করে দিয়েছেন, যার যার ধর্ম সে সে পালন করবে।’
তিনি আরও বলেন, ‘ধর্মনিরপেক্ষতা নাকি ইসলামে জায়েয নয়। ধর্মনিরপেক্ষতা মানে জানতে হবে। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যার যার ধর্ম, সে তার মতো পালন করবে। আজকে তারা (ধর্মের অপব্যাখ্যাকারীরা) ইসলামের নাম করে যে ভাষায় কথা বলছে, এর মধ্যে কোনো শান্তির চিহ্ন খুঁজে পাওয়া যায়? যে ভাষায় কথা বলছেন, এদের মধ্যে কোনো সভ্যতা খুঁজে পাওয়া যায়? তারা উগ্র সন্ত্রাসী জঙ্গিবাদী ধরনের কথাবার্তা বলছেন।’
স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি এস এম জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসেন খান ও অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের মহাসচিব তাজুল ইসলাম ফরাজী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd