সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
সিলেট :: বিজয় দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহপরান (রহঃ) থানা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর গৌরবের ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮ ঘঠিকায় বাংলাদেশ মানবাধিকার শাহ্পরান (রহঃ) থানা শাখার কার্যালয় অফিস কক্ষে আলোচনা সভা, মিষ্টি বিতরন পরে বর্ণাঢ্য র্যালী মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্থবক অর্পন করা হয়।
এসময় উক্ত মানবতাবাদী সংঘটনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানবতাবাদীরা বলেন-প্রায় দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ, ত্রিশ লাখ শহীদ, ২ লাখ মা-বোনের পবিত্র সম্ভ্রম, ১ কোটি বাঙালি শরণার্থীর দুঃসহ যাতনা আর নানা অবর্ণনীয় কষ্টের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় চূড়ান্ত বিজয়, প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, শহীদ পরিবারের সংগ্রামী চেতনাকে। মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে চাই সম্মিলিত আন্তরিক প্রয়াস। সকলের আন্তরিক প্রচেষ্টায় বাস্তবায়িত হোক মুক্তিযুদ্ধের স্বপ্ন-সাধ। সমৃদ্ধির দিগন্তে এগিয়ে যাক প্রিয় মাতৃভূমি। সবাইকে বিজয় দিবসের অফুরন্ত শুভেচ্ছায় আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহ্পরান (রহঃ) থানা শাখা,সিলেট।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd