সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি খোলে দেওয়ার নামে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সরকার ও প্রশাসেন আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও আশপাশ এলাকা। কোয়ারি ও তৎপার্শ্ববর্তী এলাকা থেকে দীর্ঘপ্রায় একবছর ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। ফলে অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছেন রাখো শ্রমিক। চরম ক্ষতির সম্মূখীন পাথর ব্যবসায়ী ও স্টোনক্রাশার মালিকরা। পাথর কোয়ারি খোলে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী। আর এ সুযোগকে কাজে লাগিয়ে স্থানী চাঁদাবাজ ‘বিল্লাল চক্র’ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ চাকা। স্থানীয়রা অভিযোগ করেছেন- উপজেলার উত্তর কলাবাড়ির বিল্লাল ও তার সহযোগী একই গ্রামের দেলোয়ার হোসেন ও সাদক আলী গত ১৭ ডিসেম্বর থেকে প্রতিদিন এলাকা জুড়ে চাঁদা আদায় করে চলেছে। কোয়ারি খোলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত চারদিনে শতাধিক ব্যবসায়ী ও স্টোনক্রাশার মালিকদের কাছ থেকে ৫হাজার টাকা করে টাকা আদায় করছে। বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হলেও কোন প্রতিকারে আসেনি প্রশাসন।
বিল্লাল এর আগে উত্তর কলাবাড়ি মসজিদের নামে পাথর ব্যবসায়ীদের কাছ থেকে লাখ টাকা আদায় কলরেও মসজিদের কোন কাজ করা হয়নি। বিল্লাল দীর্ঘদিন ধরে কোয়ারি এলাকায় পুলিশের লাইনম্যান হয়ে টাকা কালেকশন করে আসছিল বলে অভিযোগে আরো প্রকাশ।
অভিযোগের বিষয়ে রোববার বেলা আড়াইটার দিকে বিল্লালের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন (০১৭১১-৯১০৮৭৩) বন্ধ পাওয়া গেছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম জানান- একটি চক্র কোয়ারি খোলে দেওয়ার নামে চাঁদা আদায় করছে বলে লোক মূখে শুনতে পেরেছি। তবে এ পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd