গোয়াইনঘাটে এফআইভিডিবি সূচনা প্রকল্পের পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

গোয়াইনঘাটে এফআইভিডিবি সূচনা প্রকল্পের পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মো. আলী হোসেন, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর ) দুপুর ১টায় এফআইভিডিবি সূচনা প্রকল্পের আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেছেন, সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও আর্তমানবতায় এফআইভিডিবি সূচনা প্রকল্পের ভূমিকা অনন্য।

গোয়াইনঘাট উপজেলায় এ সংস্থাটি দির্ঘদিন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাতিক্রমী ভূমিকা পালন করে যাচ্ছে। গ্রামের দারিদ্র মানুষের পুষ্টির অভাবে বিভিন্ন রোগ বালাই দেখা দেয়। বিশেষ করে শিশুদের পুষ্টিহীনতায় ভোগে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে পুষ্টিহীনতা দূর করতে হবে। পাশাপাশি সকলকে সচেতনতা বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান’ সভাপতিত্বে ও এফআইভিডিবি সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নিহার সিনহা’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাৎ আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ ইউনুস আলী। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও এফআইভিডিবি সূচনা প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..