বিশ্বনাথে বৈরাগী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের যাত্রা

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

বিশ্বনাথে বৈরাগী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের যাত্রা
বিশ্বনাথ প্রতিনিধি :: সুদমুক্ত ব্যাংকিং সেবার মাধ্যমে সরকারের গ্রামকে শহরে রুপান্তরের পরিকল্পনার সুষ্ট বাস্থবায়নের প্রচেষ্টায় ক্ষুদ্র শিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে গ্রামিন জনগুষ্ঠিকে আধুনিক সেবা পৌছে দেয়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথে বৈরাগী বাজারে যাত্রা হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট আউটলেটের। ইসলামী ব্যাংকের সিলেট জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দিন প্রধান অতিথি থেকে এজেন্ট ব্যাংকিং শাখাটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
গ্রাম এলাকার সর্বস্তরের বাসিন্দাদের হাতের নাগালে সহজ ব্যাংকিং সেবা নিশ্চিতে ইসলামী ব্যাংকের সিলেট শাখার অধিনে বিশ^নাথের বৈরাগী বাজারে উদ্ধোধন করা হয়েছে এজেন্ট ব্যাংকিং শাখার। ইসলামী ব্যাংকের সিলেট শাখা প্রধান মো: শহীদ  আহমদ এর সভাপতিত্বে বুধবার অনুষ্টিত সভায় বক্তারা বলেন, ইসলামী শরিয়া ভিত্তিক  প্রযুক্তি সমৃদ্ধ ব্যাংকিং সেবার মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করে জাতির জনকের সোনার বাংলার বিনির্মাণে রাখছে গুরুত্বপূর্ন অবদান। করোনা সংকটে আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোউন্নয়নে পাশাপাশি সিআরএম মেশিন সম্মেলিত এটিএম বুথ, এজেন্ট আউটলেটসহ শাখা, উপ-শাখা স্থাপনের মাধ্যমে ২৪ ঘন্টা পৌছে দিচ্ছে ব্যাংকিং সেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়ার অঙ্গিকার বাস্থবায়নে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপসের মাধ্যমে এখন ঘরে বসেই ব্যাংকিং সেবা গ্রহন করতে পারছেন গ্রাহকরা। দেশের প্রান্তিক জনগোষ্টির কল্যানসহ সর্বাকি সফলতার ফলসরুপ দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে একমাত্র ইসলামী ব্যাংকই অবস্থান নিয়েছে বিশ্বের সেরা এক হাজার ব্যাংকের তালিকায়। বিশেষে অতিথি ছিলেন, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম মাদানি, সমাজসেবী খসরুজ্জামান খছরু, অগ্রনী ব্যাংক বৈরাগী বাজার শাখা ব্যাবস্থাপক সেলিম আহমদ। ব্যাংকের সিলেট শাখার কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর পরিচালনায় বক্তব্য রাখেন, বৈরাগী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মো: আব্দুল হামিদ, কর্মকর্তা হাবিুবুর রহমান। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন এজেন্ট শাখার ইনচার্য শাহিনুর ইসলাম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম। এসময় উদ্ধোধন পরবর্তী বৈরাগী বাজার এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহক আব্দুল খালিকের কাছে তার বিদেশ থেকে পিন নাম্বারের মাধ্যমে প্রেরিত টাকা আনুষ্ঠানিক ভাবে প্রদান করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মো. শিহাবুদ্দিনসহ অনান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..