সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও পাথর দস্যু ডাকাত বিল্লালকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় বিলালের হেফাজত থেকে দুটি আগ্নেয়াস্ত্র (কাটা রাইফেল) উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শসস্ত্র ডাকাত বিলাল সিলেটের কোম্পানীগঞ্জ থানার উত্তর কলাবাড়ির আব্দুল মনাফের পুত্র। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, নারী অপহরণ ও অস্ত্র মামলা সহ বহু মামলা রয়েছে।
ডাকাত বিলাল এর আগে ২০১৫ সালের ২৫ মার্চ আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়ে। তার বিরুদ্ধে অবাধে সরকারী পাথর লুট ও শসস্ত্র চাঁদাবাজি সহ অভিযোগের অন্ত নেই। ডাকাত বিলাল অস্ত্র সহ আটক হওয়ায় সীমান্ত উপজেলা কোম্পানীগঞ্জের জনমনে স্বস্তি ফিরে আসে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd