সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১
দোয়ারাবাজার সংবাদদাতা :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভুয়া সার্টিফিকেটে এমপিওভুক্ত কলেজের লাইব্রেরিয়ান পদে চাকরি করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে লাইব্রেরিয়ান পদে তাহমিনা আক্তার নামে এক মহিলা চাকরি করছেন দীর্ঘদিন ধরে। তিনি ওই কলেজের বাংলা প্রভাষক রোকনুজ্জামানের স্ত্রী। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের ডিগ্রি পাস সনদপত্র ব্যবহার করে কর্মরত রয়েছেন তিনি। অথচ মহামান্য হাইকোর্টের এক নির্দেশনায় ২০০৬ সালের পর থেকে ওই বিশ্ববিদ্যালয়ের গৃহিত সকল সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করা হয়েছে যা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়। তারপরও কোন খুঁটির জোরে তাহমিনা আক্তার ওই প্রতিষ্ঠানের বাতিল ঘোষিত ২০১০ সালের সার্টিফিকেট ব্যবহার করে অবৈধভাবে চাকরিতে কর্মরতে রয়েছেন বহাল তবিয়তে।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসার আজাদুর রহমান জানান, বিষয়টি দুঃখজনক, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd