সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
গোয়াইনঘাট সংবাদদাতা :: গোয়াইনঘাট থানাধীন নন্দীরগাঁও হইতে নববর্ষের প্রথম দিবাগত রাত ১০টায় ১২০ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
১জানুয়ারি শুক্রবার নন্দিরগাঁও গ্রামের আজমান আলির দোকানের সামন হইতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এস আই খালেদ ও মহিউদ্দিনের সঙ্গীয় ফোর্সের অভিযানে ১২০ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদসহ দুই আসামিকে আটক করে। আটকৃতরা হলেন উপজেলার গুজার কান্দি গ্রামের সিরাজ উদ্দীনের পুত্র কামাল (৩০) ও নওয়াগাঁও গ্রামের আলকাছ মিয়ার পুত্র নুরুল হক (২৮)।
উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গোয়াইনঘাট থানার ইনচার্জ অফিসার আব্দুল আহাদ প্রতিবেদককে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ তাদেরকে গ্রেফতার করা হয়।মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।উপজেলা বাসীর কাছে অনুরোধ যদি কেউ মাদক সংশ্লিষ্ট যে কোনো অসাধু কার্যক্রম দেখতে পেলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।অবশ্যই তথ্যদাতার নাম গোপন রাখা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd