সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দেশে মুজিববর্ষ পালন করা হচ্ছে। মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে ১ জানুয়ারি থেকে প্রথম ৭ কর্মদিবসকে র্যাব ফোর্সেস সদর দপ্তর ‘র্যাব সেবা সপ্তাহ’ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় সিলেটে র্যাব-৯ আয়োজিত কর্মসূচির চতুর্থ দিনে আজ মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মূসা মো. শরীফুল ইসলাম। এতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন প্রথমে রক্তদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাব-৯ এর উপ-অধিরায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd