সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেটের বেপরোয়া হয়ে উঠেছে জাল নেট ব্যবসায়ীরা। কদিন থেকে সিলেট নগরী সহ বিভিন্ন উপজেলার হাটবাজার গুলোতে অহরহ জাল টাকার নেট ধরা পড়ছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরাি এই চক্রের ফাঁদে পড়ে নিরবে কান্না করছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর শাহী ঈদগাহ থেকেইয়াবা ও জাল টাকার নোটসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব জানায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে র্যাব-৯ সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি দল সিলেট নগরীর শাহী ঈদগাঁহ এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৫ হাজার টাকা এবং ২৭ হাজার টাকার টাকার জাল নোটসহ মো. রুবেল আহম্মেদ (৩৮) নামের একজনকে আটক করে। রুবেল সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাশাইতলা গ্রামের মৃত শিপার আলীর ছেলে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd