সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সাবেক যুব-বিষয়ক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক মো. লুৎফুর রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে।
শনিবার বাদ আছর সালুটিকরস্থ তার নিজ গ্রাম মিত্র মহল পূর্ব মাঠে জানাযার নামাজ শেষ তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
শনিবার সকাল সাড়ে ৬ টায় লুৎফুর রহমান তার সিলেট শহরের বাসায় অসুস্থ বোধ করিলে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ দিকে লুৎফুর রহমানের আকস্মিক মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে পুরো গোয়াইনঘাট উপজেলাসহ সিলেট জুড়ে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মাুনষ তার বাড়ীতে ছুটে আসেন।
বিশেষ করে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও দলীয় সমর্থকদের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, আজির উদ্দিন চেয়ারম্যানসহ কয়েক শতাধিক জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হন।
সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তা রাজু আহমেদের পরিচালনায় লুৎফুর রহমানের জানাযা পূর্ব স্মৃতিচারণ মুলক বক্তব্য প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিক বারের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক ভাইস চেয়ারম্যান শাহআলম স্বপন, এডভোকেট জামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ওসমান গনি, সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দের মধ্যে এস কামরুল হাসান আমিরুল, খালেদ আহমদ, মাহবুব আহমদ, শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ সভাপতি মো. মিনহাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সিরাজ, ওমর আলী, আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জসিম উদ্দিন, সিলেট জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, মাওলানা আতাউর রহমান, মাওলানা রফিক আহমদ মহল্লী, সাংবাদিক আনোয়ার হোসেন, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, নূর আহমদ, আল-আসলাম মুনিম, সালুটিকর কলেজের অধ্যক্ষ মো. শাকির উদ্দিন, মুরব্বি আব্দুস সোবহান, আতাউর রহমান, ফারুক আহমদ,মানিক মিয়া, বিএনপি নেতা ইব্রাহিম আলী, রফিক আহমদ, ফরিদ আহমদ, আয়ুব আলী, ছাত্রদল নেতা আব্দুল হামিদ, আব্দুল মুমিন, মোস্তাফিজুর রহমান এমাদ, বিলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
জানাযার নামাজে ইমামতি করেন লুৎফুর রহমানের ছেলে হাফিজ ওলিউর রহমান নাঈম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd