জৈন্তাপুরে ফিলিং স্টেশনে অভিনব কায়দায় ডাকাতি, গ্রেফতার ৩

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

জৈন্তাপুরে ফিলিং স্টেশনে অভিনব কায়দায় ডাকাতি, গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুরে ফিলিং স্টেশনে অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় তিন ডাকাত কে হাতেনাতে গ্রেফতার করে জৈন্তাপুর থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হল রাজবাড়ি জেলার রাজবাড়ি থানাধীন ভবানীপুর গ্রামের মিলন মৃধা (৪০), একই জেলার গোয়ালন্দ থানার খানকানাপুর গ্রামের ইন্তাজ শেখের ছেলে ইমন শেখ (২২),এবং একই জেলার গোয়ালন্দ থানার মজিদ শেখর পাড়া গ্রামের সাগর শেখের ছেলে ইমরান শেখ (৫০)। এসময় পুলিশ তাদের হেফাজত থেকে ডাকাতির লুন্ঠিত মালামাল সহ নগদ টাকা উদ্ধার করে।
গতকাল বুধবার (২০ জানুয়ারী) রাত ২.৫০ ঘটিকার সময় জৈন্তাপুর থানাধীন হরিপুর সংলগ্ন হাইওয়ে ফিলিং স্টেশনে ধৃত আসামীরা সহ পলাতক আসামীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র (রামদা) নিয়ে ফিলিং স্টেশনে থাকা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ঘটনাটি স্থানীয় লোকজনের মাধ্যমে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ জানতে পেরে থানার একাদিক টিম দ্রুত ডাকাতদের গ্রেফতারে পিছু নেয়। পাশাপাশি ডাকাত দল চিকনাগুল সংলগ্ন শাহপরান ফিলিং স্টেশনে ডাকাতি করতে হানা দেয়। সেখানকার ফিলিং স্টেশনে থাকা কর্মীরা সহ স্থানীয়রা ডাকাতদের প্রতিরোধ করতে এগিয়ে আসে, একই সময় জৈন্তাপুর থানার অফিসার ফোর্স হাজির হলে স্থানীয়দের সহযোগীতায় ডাকাতদের গ্রেফতার করে।
জানা যায়,রাজবাড়ি-ফরিদপুর জেলার সংঘবদ্ধ ডাকাতদল পিকাপযোগে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে কয়েকদিন অবস্থান করে সুযোগ বুঝে রাস্তার পাশে থাকা ফিলিং স্টেশন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি করে আসছিল। সবশেষ জৈন্তাপুরে ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের সাহসী ভূমিকা এবং জৈন্তাপুর থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে তিন ডাকাত হাতেনাতে গ্রেফতার হয়। এই ঘটনায় হাইওয়ে ফিলিং স্টেশনের ক্যাশিয়ার জিয়াউর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে দন্ডবিধি ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় মামলা রুজু করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2021
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..