সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : জৈন্তাপুর থেকে ভারতীয় বিস্কুট ভর্তি অটোরিকশাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর)। চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি টিম শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় জৈন্তাপুর থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের শুক্রবাড়ী বাজারে চেকপোস্ট পরিচালনা করে চোরাচালানের সাথে জড়িত শাফি চৌধুরী (২৪) নামের ওই ব্যক্তিকে আটক করে।
আটককৃত শাফি জকিগঞ্জ থানাধীন খালপাড় সাকিনের মৃত কামাল আহমেদের ছেলে। এসময় তার কাছ থেকে চোরাচালানের মাধ্যমে আসা ভারতীয় ২০ কার্টন বিস্কুটসহ একটি অটোরিকশা জব্দ করে পুলিশ। এসময় পণ্যের আমদানির বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করে পণ্যগুলো জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৭২ হাজার টাকা বলে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান সরকার বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল জৈন্তাপুর থেকে ভারতীয় চোরাচালান পণ্যসহ একজনকে আটক করেছে ডিবি। পরে তার বিরুদ্ধে একটি মামলা করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd