সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। বুধবার জেলা রিটার্নিং ও নির্বাচন অফিসার ফয়সল কাদের কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জনসহ ৫৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমানের দলীয় প্রতীক (নৌকা) ও পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরিফুল হকের দলীয় প্রতীক (ধানের শীষ) আগেই নিশ্চিত হয়ে যায়। অপরদিকে বর্তমান মেয়র নিজাম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন (নারিকেল গাছ), প্রবাসী কাওছার আহমেদ (মোবাইল ফোন), সুহেল আমীন (জগ), ইসলামী আন্দোলন বাংলাদেশের নজির আহমদ (হাত পাখা)।
এছাড়াও পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ০৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এর মধ্যে সংরক্ষিত ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জেসমিন আক্তার আখি (আনারস), ফয়জুন নেছা (জবা ফুল), রানু বেগম (আংটি), মৌসুমী আক্তার (চশমা), রহিমা বেগম (বলপেন), সংরক্ষিত ২নং ওয়ার্ডের আছিয়া বেগম (আনারস), হাসিনা (অটোরিকশা), ৩নং সংরক্ষিত ওয়ার্ডে আছমা বেগম (চশমা), প্রভাতী রানী দাস (আনারস) এবং ১নং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী কাওছার আহমদ (পানির বোতল), জাহাঙ্গীর আলম (উটপাখি), রহিম উদ্দিন (পাঞ্জাবি), ২নং ওয়ার্ডে আব্দুল হান্নান (পানির বোতল), মোহাম্মদ জাকারিয়া (উটপাখি), মোয়াজ্জম হোসেইন (পাঞ্জাবি), শামসুল হক (গাজর), ৩নং ওয়ার্ডে কামাল উদ্দিন (উটপাখি), করিম উদ্দিন (পানির বোতল), বিলাল আহমদ (পাঞ্জাবি), ৪নং ওয়ার্ডে ইসলাম উদ্দিন (গাজর), তাজুল ইসলাম (পাঞ্জাবি), জসিম উদ্দিন (ডালিম), তাজুল ইসলাম (টেবিল ল্যাম্প), ফরিদ আহমদ (উটপাখি), হারুন আহমদ (পানির বোতল), ৫নং ওয়ার্ডে আবিদুর রহমান (টেবিল ল্যাম্প), আবুল বাসার (পানির বোতল), ইখতেখার আলম (ডালিম), কামরুল হাসান (উটপাখি), মোহাম্মদ মাসুম আহমদ (পাঞ্জাবি), আজমল হোসেন (ব্ল্যাক বোর্ড), ইসলাম উদ্দিন (গাজর), ৬নং ওয়ার্ডে আবুল হোসেন (পানির বোতল), কাওছার দেওয়ান (ডালিম), দেলোয়ার হোসেন (ব্ল্যাক বোর্ড), মানিক উদ্দিন প্রধান (গাজর), ফখর উদ্দিন (উটপাখি), মো. ফখরুদ্দীন (পাঞ্জাবি), ৭নং ওয়ার্ডে আব্দুর রহিম (উটপাখি), আলমাছ উদ্দিন (গাজর), জমির উদ্দিন (পাঞ্জাবি), শামীম আহমদ (পানির বোতল), ৮নং ওয়ার্ডে তাজ উদ্দিন (পানির বোতল), মো. এনাম (উটপাখি), জাকির হোসেন (পাঞ্জাবি) ও ৯নং ওয়ার্ডে কামরুজ্জামান বাহার (পানির বোতল), আবুল বাশার (উটপাখি), শাহাব উদ্দিন চৌধুরী (পাঞ্জাবি) প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, কানাইঘাট পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৯ হাজার ৪২৭জন ভোটার রয়েছে। এদিকে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd