সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ এবং মৌলভীবাজার পৌরসভায় শনিবার (৩০ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুই পৌরসভাতেই নৌকার মেয়র প্রার্থীরা হেরে গেছেন। দুটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। মৌলভীবাজার পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।
জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জে জগ প্রতীকে ৫ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরপর দুই বার পরাজিত সাবেক মেয়র মোবাইল প্রতীকের জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৪৫৪৮ ভোট। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন পেয়েছেন ৪২২২ ভোট ও প্রথম বারের মত দলীয় মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন ১১৭৫ ভোট।
আমিনুল ইসলাম রাবেল এ পৌরসভার বর্তমান মেয়র। কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দেয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী হন।
এদিকে, সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ নির্বাচিত হয়েছেন।
নারিকেল গাছ প্রতীকে উপজেলা যুবলীগের আহবায়ক (বহিষ্কৃত) আব্দুল আহাদ ২ হাজার ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আরেক বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (বহিষ্কৃত) ফারুক আহমদ জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহর পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট।
অন্যদিকে- মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৬৯৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. অলিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট।
এবার মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ও আইসিটি) মো.মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd