সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের নারাইনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে রুনা বেগমের এয়ারপোর্ট থানায় দায়ের করা মামলায় তার স্বামী সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার মরহুম আফতাব উদ্দিন বেগের ছেলে মির্জা রায়হান বেগকে সম্প্রতি আটক করে এয়ারপোর্ট থানাপুলিশ।
এ ঘটানায় রোববার (৩১ জানুয়ারি) সকালে মির্জা রায়হান অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাচক করে আবারো তাকে জেল হাজাতে প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য লন্ডনে নেওয়ার প্রলোভন দেখিয়ে মির্জা রায়হান বেগ ও তার পরিবার রুনা বেগমের পরিবারের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা নেয়। আরো ২ লক্ষ টাকা রুনা বেগমের পরিবারের কাছে দাবি করা হলে তা দিতে অপারগতা প্রকাশ করলে রুনা বেগমকে মারধোর করে মির্জা রায়হান ও তার ভাই মির্জা রেদওয়ান বেগ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd