সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর ভার্থখলা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার এসআই (নি.) মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভি আবাসিক হোটেলে অভিযান চালায়। এ অভিযানে হোটেল থেকে ৩ নারী ও ৪ জন পুরুষকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় সিলেটের দক্ষিণ সুরমা থানার এএসআই সঞ্জয় চন্দ্র দে, এএসআই পিপলু সেন, এটিএসআই শামীম মিয়া, নারী কনস্টেবল সোনারা বেগম ও নারী কনস্টেবল হেনা আক্তারসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd