সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই তিনি টিকা নেন। পরে একে একে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা করোনা টিকা নেন।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম এর এসপি সিলেট নামের একাউন্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সেখান বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তের কারণে আজ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেট এ করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছি।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd