সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে ভারতীয় ৪৮ বোতল অফিসার চয়েস মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়- গত শনিবার বিকাল ৫টার দিকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের জহির উদ্দিনের বসত বাড়ীতে অভিযান চালিয়ে থানার এসআই এস এম মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ জহির উদ্দিনকে হাতে নাতে ভারতীয় ৪৮ বোতল অফিসার চয়েস মদ সহ গ্রেফতার করেন।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার আগফৌদ নয়াখেল গ্রামের হোসেন মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী জহির উদ্দিন (৩৩) লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামে বসবাস করে আসছিল। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানার এসআই এস এম মাইনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-৫ তাং-০৭/০২/২০২১ইং।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd