সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
সুবাস দাস, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ ইউনিট থেকে করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণ করলেন গোয়াইনঘাটে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদসহ থানার এসআই প্রলয় রায়, এসআই আব্দুল আহাদ, এসআই আবুল হোসেন, এএসআই মশিউর রহমান, কনস্টেবল অজয় কুমার দাস, কনস্টেবল ইমরান আহমদ।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কোভিড-১৯ এর এই কার্যক্রম উদ্বোধনের পর ৫০ শয্যায় উন্নিত গোয়াইনঘাট হাসপাতালে (করোনা ভ্যাকসিন) টিকা প্রয়োগের আনুষ্টানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রেহান উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার ফারহান জামিল, ডাক্তার সারওয়ার হোসেন, ডাক্তার খালেদুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম, মা ও শিশু বিষয়ক মেডিকেল কর্মকর্তা ডাক্তার নুরজাহান।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, গোয়াইনঘাটে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (কোভিড-১৯ ফোকাল পার্সন) ডাক্তার আব্দুল্লাহ আল মামুন উনাকে ভ্যাকসিন দেয়ার মাধ্যমেই গোয়াইনঘাটে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। পরে সম্মুখ সারির যোদ্ধাদের ভ্যাকসিন দেয়া হবে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, সারা দেশের ন্যায় গোয়াইনঘাটের আপামর মানুষ করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন পর্যায় ক্রমে এসএমএম দিয়ে ভ্যাকসিন) টিকা নেয়ার জন্য বলা হবে। করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা নিয়ে অনেকের মধ্যে অনেক ভীতি কাজ করে। সাধারণ মানুষের মধ্যে যাতে এ ভীতি কাজ না করে সেজন্য আমিসহ থানা পুলিশের এসআই প্রলয় রায়, এসআই আব্দুল আহাদ, এসআই আবুল হোসেন, এএসআই মশিউর রহমান, কনস্টেবল অজয় কুমার দাস, কনস্টেবল ইমরান আহমদসহ ৭পুলিশ কর্মকর্তা কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে আমরা খুবই আনন্দিত।
আমাদের এ আনন্দের ভাগিদার হতে সবার প্রতি আমাদের আহবান সুস্থ্য এবং নিরাপদ থাকতে করোনার ভ্যাকসিন বা টিকা নিন এতে ভয়ের কোন কারণ নেই।অপর দিকে সকাল ১০টায় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে কোভিড-১৯ এর টিকা উদ্বোধন করার পর সকাল সাড়ে ১১টায় কোভিট-১৯ টিকা গ্রহণ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো.আব্দুল মালেক।
উল্লেখ্য বিকেল ৫টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত টিকা গ্রহণকারীদের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd