সিলেট নগরীতে টিকা নিলেন আরও ৩ হাজার

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

সিলেট নগরীতে টিকা নিলেন আরও ৩ হাজার

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীতে আরও প্রায় ৩ হাজার ব্যক্তি করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। বুধবার (১০ জানুয়ারি) করোনার গণটিকা প্রদানের চতুর্থ দিনে সিলেট নগরীতে ২ হাজার ৯৩২ জন টিকা গ্রহণ করেন। যা টিকা প্রদান শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ। বুধবার সকাল থেকেই সিলেট নগরের দুটি টিকাদান কেন্দ্রে ভিড় করেন নগরবাসী। স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করেন নানা শ্রেণীপেশার মানুষ।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে ২৬৫১ জন এবং পুলিশ লাইন্স হাসপাতালে ২৮১ জন টিকা গ্রহণ করেন।

এরআগে মঙ্গলবার সিলেট নগরীতে দুই কেন্দ্রে ২ হাজার ৪৯ জন মানুষ করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেন। সোমবার নেন নগরীতে দুই কেন্দ্রে টিকা নিয়েছেন ১ হাজার ২১৯জন। আর টিকাদান কার্যক্রম শুরুর দিন রোববার সিলেট নগরীর দুই কেন্দ্রে টিকা নেন ৫২৯ জন।

প্রসঙ্গত, গত রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ১০, ১১ ও ৪ নম্বর বুথে চারজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়। সিলেটে প্রথম টিকা গ্রহণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। পরে টিকা নেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ করোনাযুদ্ধের সম্মুখসারির যোদ্ধারা।

সিলেট সিটি কর্পোরেশনের আওতায় করোনার টিকাদানের জন্য স্থাপিত মোট ১৪ টি বুথের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ১২ বুথ ও সিলেট বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে ২ টি বুথ স্থাপন করে চলে টিকা কার্যক্রম। অপরদিকে সিলেটের প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে করোনা ভ্যাকসিন প্রদান বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া জালালাবাদ সম্মিলিত সামরিক হাসপাতালেও টিকা কেন্দ্র খোলা হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন সিলেটে এসে পৌঁছে। সেদিন দুপুরে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ১৯০ টি কার্টনে ২ লাখ ২৮ হাজার ডোজের ভ্যাকসিন নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। যার প্রতি কার্টনে রয়েছে ১ হাজার ২০০ ভায়াল।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

সর্বশেষ খবর

………………………..