সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী লুৎফুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। উপজেলো নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাতের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় লুৎফুর রহমান তার নিকটতম স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিনকে মাত্র ১৪৬ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। লুৎফুর রহমান (নৌকা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৮৩২টি এবং তার নিকট প্রার্থী সোহেল আমিন (জগ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৬৮৬টি।
এছাড়াও বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ৩০৬৩ ভোট ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শরীফুল (ধানের শীষ) প্রতীক নিয়ে ২৫২০ ভোট পেয়েছেন। কানাইঘাট পৌরসভার নির্বাচনে ১৯ হাজার ৪২৭ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৪১৪জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ছোট-খাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কানাইঘাট পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারদের দীর্ঘ লাইন ছিল। মনসুরিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে বিকেল ৩টার দিকে কিছু যুবক তরুন একটি বোথে প্রবেশ করে ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারার চেষ্টা করলে সাথে সাথে আইন শৃংখলা বাহিনীর লোকজন তাদের তাড়িয়ে দেয়। বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ভাবে জাল ভোট দেওয়ার সময় কয়েকজনকে ভোট কেন্দ্র থেকে বের করে দেন একেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। প্রতিটি ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সার্বক্ষনিক টহল দিতে দেখা গেছে। সব মিলিয়ে কানাইঘাট পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিন জানিয়েছেন তার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি দাবী করে বলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তার নিজ ভোট কেন্দ্র ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। অপর দিকে ৯টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষনার পর উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে রাত সাড়ে ৯টার দিকে সোহেল আমিনের হাজারো কর্মী সমর্থক অবস্থান নেয়। এ সময় তারা নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে নানা স্লোগান দিতে দেখা যায়। দলমতের উর্ধ্বে উঠে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিজয়ী মেয়র প্রার্থী লুৎফুর রহমান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd