সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: বাবার চোখের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে কানাইঘাটে লিলি বেগম নামে ৭ বছরের এক শিশুর মর্মান্তি মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল অনুমান সাড়ে ৫টার দিকে কানাইঘাট বড়চতুল ইউপির রায়পুর গ্রামের আহমদ হোসেনের বাড়ীর পাশে দরবস্ত সড়কে।
স্থানীয় জনতা ঘাতক ট্রাক চালক জৈন্তাপুর উপজেলার ডাউডকি গ্রামের ছইদ আলীর পুত্র আনোয়ার হোসেনকে আটক করেন। পরে ঘটনাস্থলে ছুটে গিয়ে কানাইঘাট থানা পুলিশ নিহত শিশু লিলি বেগমের লাশ উদ্ধার সহ ট্রাক সহ চালককে আটক করে থানায় নিয়ে আসেন।
ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নিহত লিলি বেগমের বাবা রায়পুর গ্রামের আবু বকর জানান বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় একটি জলছা থেকে তার শিশু মেয়ে লিলি বেগমের হাতে ধরে নিয়ে বাড়ী ফির ছিলেন।
এ সময় সিলেট অভিমুখী ঢাকা মেট্রো-টÑ১৮-৮১৮৮ নামের দ্রুত গতির ট্রাক রাস্তার পাশে তার মেয়েকে স্বজোরে ধাক্কা দিলে হাত থেকে ছিটকে পড়ে তার শিশু মেয়ে লিলি বেগম।
ঘাতক ট্রাক এ সময় শিশু মেয়েটিকে চাপা দিলে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd