সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : গত ৫ ফেব্রুয়ারি স্থগিত হওয়া বাংলাদেশ নার্সিং কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে নেওয়ার দাবিতে ছাত্রছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী মাহাবুবুর রহমান মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে সোমবার সকালে ইনস্টিটিউট চত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন- মাহাবুবুর রহমান মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব, মাহাবুবুর রহমান মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট প্রিন্সিপাল ইবনে কায়েস, নার্সিং ইন্সট্রাকটর শিউলি আক্তার, সাজেদা আক্তার, ওমর ফারুকসহ সব লাইসেন্স পরীক্ষার্থী ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বক্তারা জানান, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে লাইসেন্স প্রধান করতে হবে। গ্র্যাজুয়েট নার্স, ডিপ্লোমা নার্স, কারিগরি পেসেন্ট কেয়ার টেকনোলজিস্ট, ফ্যামিলি ওয়েলকেয়ার ভিজিটরদের যেন মিডওয়াইফারির সমান মর্যাদা দেওয়া না হয়। উন্নত বিশ্বাসের আলোকে প্রেসক্রাইভ নার্সদের মূল্যায়ন করতে হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd