সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
ছাতক প্রতিনিধি :: ছাতকে পুলিশ অভিযান চালিয়ে হত্যা ও একাধিক ডাকাতি মামলার দু’আসামীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম, এএসআই সুমন চন্দ্র গোপ, এএসআই জয়নাল আবেদীন অভিযান চালিয়ে নোয়ারাই কবরস্থান এলাকা থেকে রুয়েল হোসেন ও জাম্বির আলী জাম্বিরকে গ্রেফতার করেন।
রুয়েল হোসেন (২০) নোয়ারাই-ফকিরটিলা এলাকার মৃত চান মিয়ার পুত্র ও জাম্বির আলী জাম্বির (৩৫) নোয়ারাই এলাকার বিক্রম আলীর পুত্র। পুলিশ জানিয়েছে, এ দু’জন ১০ জানুয়ারি রাতে পূর্ব নোয়ারাই গ্রামের প্রবাসী মকবুল হোসেনের বাড়িতে কৌশলে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ ৫ লক্ষ টাকা মূল্যের মালামাল চুরির ঘটনায় জড়িত রয়েছে। এদিকে গত বছরের ২৯ জুন রাতে ছাতক রেলওয়ের নৈশপ্রহরী ফখরুল আলমকে খুন করে বিআর গোডাউন থেকে মালামাল লুটের ঘটনায়ও তারা জড়িত।
এ ঘটনার মামলায় পুলিশ এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৭ আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার রাতে দু’আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি মোঃ নাজিম উদ্দিন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd