সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে চোরাচালান এবং মাদক বিরোধী অভিয়ানের অংশ হিসেবে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস, ওষুধ, চা পাতা ও ৫টি ডিআই পিক-আপ, ১টি মোটরসাইকেলসহ আমদানী নিষিদ্ধ ভারতীয় পণ্য সামগ্রিই আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২৩ফেব্রয়ারী) রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার সারী-গোয়াইন সড়কের ১০নং পুশ্চিম আলীরগাও ইউনিয়নের আব্দুল মহল এলাকা থেকে ডিআই পিক-আপ যোগে ভারতীয় পণ্য সামগ্রি পাচারকালে চোরাচালানপণ্যসহ ৫টি ডিআই পিক-আপ আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এসময় জব্দ করা হয় চোরাচালান চক্রের সদস্যের ব্যবহৃত ১টি মোটর সাইকেল যার নং সিলেট-ল ১২-৩০৮০।
এসময় পিকআপ ভর্তি কসমেটিক্স, ঔষুধ, চা-পাতাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অপরাধী হলো মুহিবুর রহমান (২৭)। সে উপজেলা ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হুয়াউরা গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৯ লক্ষ ৭ হাজার ২০০ পিস প্যারাসিটামল ট্যাবলেট, ২ হাজার ৩৭৬পিস রেডবল এনার্জি ড্রিংস, ৯০০ কেজি চা পাতা, ৪ হাজার ৬৮০ পিস জনসন বেবী ডায়পার, ৫৫০ পিস বেটনোবিট ক্রীম, ৮০০ পিস কিটু স্ক্যালাপ, ১৮০০ পিস স্কীন শাইন ক্রিম। উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ এসব মালামালে আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ ৭২ হাজার ২১৬টাকা।
গভীর রাতে অভিযানের নেতৃত্বে ছিলেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, সেকেন্ড অফিসার এসআই প্রলয় রায়, এসআই আশরাফুল, এএসআই সালাউদ্দিনসহ পুলিশ সদস্যরা। ধৃত অপরাধীর সুত্রে জানা যায় আটক হওয়া আমদানী নিষিদ্ধ এসব পণ্য হরিপুরের চোরাচালান চক্রের সদস্য আজগরসহ অপরাপর চোরাকারবীদের।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd