সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে দোকানে সোনা চুরি করতে গিয়ে কক্সবাজারের এক নারী ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। প্রথমবার চুরি করে পার পেয়ে গেলেও দ্বিতীয়বার আর তাদের রক্ষা হয়নি। দোকান মালিকের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে সোনার অলঙ্কার উদ্ধার করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে একমাস আগের চুরির বিষয়টিও নিশ্চিত হওয়া যায়। দেবিদ্বারের আপন অর্নামেন্টস নামক একটি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দোকান মালিক জয়নাল আবেদীন আপন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদের মধ্যে আরজ খাতুন কক্সবাজার জেলার চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ জানুয়ারি বেলা ১১টার দিকে দেবিদ্বার উপজেলা সদরে আপন অর্নামেন্টস নামক জুয়েলারি দোকান থেকে তিন ভরি ওজনের দুটি সোনার চেন, এক জোড়া কানের দুল চুরি হয়। ওইদিন রাতে স্টক হিসাবে গড়মিল দেখে সিসিটিভির ফুটেজ দেখে নারী চোরের মাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত হন দোকান মালিক। কিন্তু তাদের হদিস পাওয়া যায়নি। এ ঘটনার একমাস পর গত সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পুনরায় তারা এ দোকানে আসে। সোনার অলঙ্কার কেনার কথা বলে একপর্যায়ে কৌশলে একটি নাকফুল ও একটি আংটি চুরি করে দোকান ত্যাগ করেন তারা। এ সময় অলঙ্কার গুছিয়ে রাখার সময় গড়মিল দেখে তাদেরকে ডেকে এনে পরিচিত নারী দিয়ে তল্লাশি করে নাকফুল ও আংটি উদ্ধার করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে আগের চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলার চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আরজ খাতুন (৫২), একই গ্রামের ফররুখ আহম্মদের ছেলে শাহাদত হোসেন (২০) ও কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার মৃত রাসেল মিয়ার স্ত্রী পাখি বেগম (৩৫)।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, সিসিটিভির ফুটেজ দেখে একমাস আগে চুরির ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd