সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
সিলেট :: সিলেট সিটি প্রেসক্লাবের বর্ধিত সভা বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্লাবের রংমহল টাওয়ারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্যা ডেইলি এশিয়ান এইজ এর সিলেট ব্যুরোচীফ আব্দুল হালিম সাগরের পরিচালনায় সভাপতিত্ব করেন সিটি প্রেসক্লাবের সভাপতি ও বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর হোসেন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন (নির্বাহী সম্পাদক দৈনিক বাংলার কথা), কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য দৈনিক বিজয়ের কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি জাবেদ এমরান, ক্রিড়া সম্পাদক ও দ্যা ডেইলি এশিয়ান এইজ এর কামাল হোসেন মিঠু, পাঠাগার সম্পাদক ও সিলেটের আলোর হুমায়ূন কবির, ক্লাব সদস্য ও দৈনিক সিলেট বাণীর ফয়সল খাঁন, দৈনিক ভোরের ডাকের আজিজুল হক, দৈনিক আজকের জনবাণী সিলেট ব্যুরোচীফ মোস্তফা কামাল শামীম, দৈনিক প্রাণের বাংলাদেশ এর ব্যুরোচীফ হাসিদুল ইসলাম পিন্টু, দৈনিক সমাচারের সিলেট ব্যুরো চীফ ফারুক আহমদ চৌধুরী, দৈনিক ভোরের সময় সিলেট প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক ভোরের ডাকের স্টাফ রির্পোটার আজিজুল হক, দৈনিক আমার সংবাদের কামাল হোসেন ও দ্যা মর্নিং গ্লোরি’র সিলেট প্রতিনিধি জামাল আহমদ প্রমুখ।
বর্ধিত সভার শুরুতে ভাষার মাসে সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক সম্প্রতি মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মারমাগফেরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনা করা হয়। পরে ক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তি, পুরনো সদস্যদের পুন:মূল্যায়ন ও কমিটির নির্বাচন বিষয়ে বিষদ আলোচনা করা হয়। বজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd